অনলাইন উদ্যোক্তাদের পাশে স্টোরিয়া

অনলাইন উদ্যোক্তাদের পাশে স্টোরিয়া

  • উদ্যোক্তা ডেস্ক

অনলাইন উদ্যোক্তাদের সহজেই ই-কমার্স ওয়েবসাইট তৈরির সুযোগ দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম স্টোরিয়া (www.storrea.com)। ই-কমার্সভিত্তিক প্ল্যাটফর্মটি কাজে লাগিয়ে সহজেই যে কেউ ই-কমার্স ওয়েবসাইটে পণ্য বিক্রি করার সুযোগ পাবে। শুধু তাই নয়, ওয়েবসাইটে অনলাইন ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রযুক্তিই রয়েছে স্টোরিয়ায়। শনিবার ‘বিল্ড ইউর অনলাইন ব্র্যান্ড অ্যান্ড বুস্ট ইউর সেলস’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানান স্টোরিয়ার প্রধান নির্বাহী আল আরমান।

সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট রাজীব আহমেদ। অনুষ্ঠানে প্রায় ৮০ জন অনলাইন উদ্যোক্তা অংশ নেয়। কর্মশালায় অনলাইন এবং ফেইসবুকে পণ্য বিপণন কৌশল নিয়েও আলোচনা হয়।favicon59-4

Sharing is caring!

Leave a Comment