স্পেস অ্যাপস হ্যাকাথন : অংশ নিতে পারো তুমিও
- ক্যাম্পাস ডেস্ক
মহাকাশ ও বিশ্বের নানা সমস্যার সমাধান করতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ‘সেকেন্ড মিউজ’ বিশ্বব্যাপী আয়োজন করেছে স্পেস অ্যাপস নেক্সট জেন। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের চিন্তাভাবনা এবং প্রযুক্তির সহায়তায় এই হ্যাকাথনের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান উঠে আসবে। এই হ্যাকাথনে অংশগ্রহণ করেছে মোট ৭টি দেশ। এতে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ ইনোভেশন ফোরামের যৌথ আয়োজনে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় শুরু হতে যাচ্ছে এই হ্যাকাথন। এ প্রসঙ্গে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ও স্পেস অ্যাপস নেক্সট জেনের আহ্বায়ক আরিফুল হাসান অপু জানান, স্পেস অ্যাপস নেক্সট জেন মূলত একটি হ্যাকাথন। যেখানে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মহাকাশসহ বিশ্ব ব্রহ্মাণ্ডের যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানের লক্ষ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরা কাজ করে। তারা তাদের চিন্তা-ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের মতো করে একটা সমাধান বের করে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবছর এই ধরনের হ্যাকাথন আয়োজন করা হয়। তবে এবারই প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করছে।
তিনি বলেন, ‘মূল হ্যাকাথনে আমাদের অভিজ্ঞ মেনটর প্যানেলের সিদ্ধান্তে ৫০টি দল তাদের দক্ষতার প্রমাণের সুযোগ পাবে। ২৭ ও ২৮ জানুয়ারি দুদিন সকাল আটটা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই হ্যাকাথন। এই হ্যাকাথনে মেন্টরদের সঙ্গে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং মহাকাশ ও পরিবেশ বিজ্ঞানীদের নিয়ে একটি বিচারক প্যানেল থাকবে। তাদের বিচারে তিন বিভাগ থেকে জয়ী ৩টি দলকে আয়োজকদের পক্ষ থেকে সার্টিফিকেট এবং পুরস্কার দেওয়া হবে। এছাড়া ওই সেরা তিনটি প্রজেক্ট পাঠানো হবে ওয়াশিংটন ডিসিতে ৭টি দেশের সঙ্গে কেন্দ্রীয় প্রতিযোগিতায়।’ এই বিষয়ে নাসার সঙ্গে যোগাযোগ সম্পর্কে আরিফুল হাসান অপু বলেন, ‘আমরা গত ৩ মাস ধরে এই স্পেস অ্যাপস নেক্সট জেন আয়োজন নিয়ে কাজ করছি। সম্প্রতি আমাদের ফেনীতে অনুষ্ঠিত ভলান্টিয়ার মিটআপ ও হ্যাকাথনের অগ্রগতি নিয়ে টুইটারে একটি টুইট করা হয়েছিল। নাসার চিফ ইনফরমেশন অফিসার বেথ ব্যাক স্পেস অ্যাপস নেক্সট জেন নিয়ে আমাদের কাজ দেখে রিটুইটের মাধ্যমে আমাদের অফিসিয়ালি অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া সেকেন্ড মিউজের চিফ ব্ল্যাক গার্সিয়ার সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রে একটি বৈঠক করেছি। তারপরই আমরা বাংলাদেশের এই আয়োজনের উদ্যোগ হাতে নিই।
এই হ্যাকাথনে অংশগ্রহণ করতে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিকে গ্রুপ-এ, পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিকে গ্রুপ-বি, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিকে গ্রুপ-সি মোট তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ অনুযায়ী দু থেকে চারজনের একটা দল থাকতে হবে। এরপর http://bif.org.bd/spaceappsnextgen/ -এই ঠিকানায় গিয়ে ফরম পূরণ করে অথবা প্রতিযোগীর নাম, প্রকল্পের নাম, দলের সদস্যদের নাম ও একজন অভিভাবকের নাম, ফোন নম্বর, ই-মেইল অ্যাড্রেস-সহ বাংলাদেশ ইনোভেশন ফোরামের (৬ষ্ঠ তলা, ৪৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা- ১২১৫) ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি এসে জমা দেওয়া যাবে।