সুন্দর পৃথিবীর জন্য গবেষণা
- নিশাত রায়হান অমনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে লম্বা লাইন। একটি রেজিস্ট্রেশন বুথ থেকে লাইন ধরে ফরম কিনছেন অনেক শিক্ষার্থী। ‘কীসের ফরম কিনছেন ভাই?’ কাছে গিয়ে জিজ্ঞেস করি এক শিক্ষার্থীকে। মোস্তাক জামান নামের ওই শিক্ষার্থী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রথমবারের মতো সদস্য আহ্বান করেছে। তিনি সেই সংগঠনের সদস্য ফরম কিনছেন।
একই দৃশ্য দেখা গেল কলা ভবন, কার্জন হল, ব্যবসায় প্রশাসন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদের সামনের রেজিস্ট্রেশন বুথে। নাম মাত্র ফি দিয়ে সদস্য ফরম সংগ্রহ করছেন শিক্ষার্থীদল। কাছে গিয়ে জানতে চাই, কেন ফরম কিনছেন?
‘আমার স্বপ্ন ভবিষ্যতে একজন গবেষক হওয়ার। তাই ছাত্র্রাবস্থা থেকেই নিজেকে প্রস্তুত করতে চাই। আর সে উদ্দেশেই গবেষণা সংসদের সদস্য হচ্ছি।’ বলছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তানিয়া তাবাসসুম।
বাহ! বেশ ভালো উদ্যোগ তো! সংগঠনটির ব্যাপারে বিস্তারিত জানতে কথা বলি সংগঠনটির সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদেকের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত একটি সৃজনশীল সংগঠন। ‘Research for a Better World’ বা ‘একটি সুন্দর পৃথিবীর জন্য গবেষণা’ স্লোগান নিয়ে ২০১৬ সালের ৬ ডিসেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে।’
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক।
ফিরে যাই আবার বুথের সামনে দাঁড়ানো লাইনে। ‘আচ্ছা, আপনারা কি জানেন, গবেষণা সংসদ কী ধরনের কাজ করে থাকে?’
লাইনে দাঁড়ানো শান্তি ও সংঘর্ষ বিভাগে পড়ুয়া মাশিয়াত মুনতাসির বলেন, ‘অবশ্যই জানি। গবেষণা সংসদ মূলত শিক্ষার্থীদের মাঝে গবেষণা সচেতনতা তৈরিতে কাজ করে। এই লক্ষ্যে বহুমুখী কর্মসূচি গ্রহণ করে থাকে সংগঠনটি। ’
‘কী ধরনের কর্মসূচী?’ আবার প্রশ্ন ছুড়ি। এবার উত্তর দেন সজল শান্ত। ‘পাক্ষিক নিয়মিত গবেষক আড্ডা, গবেষণার বিভিন্ন বি্ষয়ের ওপর নিয়মিত কর্মশালা, উপস্থাপনা, ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, এ্যাসাইনমেন্ট, মনোগ্রাম তৈরি সহ দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা আয়োজন, শিক্ষার্থীদের গবেষণা কনফারেন্স, গবেষণা উৎসব, তরুণ গবেষক মিলন মেলা, আইডিয়া কন্টেস্ট সংগঠনটির নিয়মিত উদ্যোগের অংশ।’ এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামেন সজল। সজল পড়ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তার কথা শেষ হলে বলতে শুরু করেন একরামুল ইসলাম। তিনি বলেন, ‘সংগঠনটি গবেষণা মনস্ক শিক্ষার্থীদের জন্য বাৎসরিক জার্নাল প্রকাশ করারও উদ্যোগ গ্রহণ করছে। এতসব কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণদের মাঝে গবেষণা ক্যারিয়ারের গুরুত্ব ও সমাজ, রাষ্ট্র ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও অগ্রগতিতে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরা সংগঠনটির অন্যতম লক্ষ্য।’
এই তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, ২০১৭–১৮ শিক্ষাবর্ষের জন্য আজ (৯ মার্চ) বৃহস্পতিবার থেকে ফরম ছাড়ছে সংগঠনটি। টিএসসি, কলা ভবন, কার্জন হল, ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদের সামনের রেজিস্ট্রেশন বুথ থেকে নাম মাত্র ফি দিয়ে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। এছাড়াও সংগঠনটির ওয়েবসাইট dursbd.org থেকে পিডিএফ ফরমাটের ফরম সংগ্রহ করে তা ২৭ মার্চের মধ্যে পূরণ করে জমা দেয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১ম বর্ষ থেকে শুরু করে অনার্স, মাস্টার্স এবং এমফিল ও পিএইচডি শিক্ষার্থীরা গবেষণা সংসদের সদস্য হতে পারবেন।