ইংরেজি শেখাবে ‘ব্রিমইং’ অ্যাপ
- ক্যারিয়ার ডেস্ক
শিক্ষার্থীদের ইংরেজি শেখাকে সহজ করা লক্ষ্যে ‘ব্রিমইং’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্ভাবন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চারজন শিক্ষক। আজ বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়াম-৭১ এ ব্রিমিং অ্যাপের উদ্ভোবন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা কেলি রায়ান। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এ এম এম হামিদুর রগমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক (ইন্টারন্যাশনাল এফেয়ার্স) প্রফেসর ড. মো. ফখরে হোসেন, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. মহসিন রেজা, সহকারি অধ্যাপক সামসি আরা হুদা প্রমুখ।
অ্যাপ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় কেলি রায়ান বলেন, শিক্ষকরা শুধু গতানুগতিক ধারায় ক্লাস নেন না। শিক্ষার্থীদের পাঠদানকে সহজ করতে তারা নানা পদক্ষেপও গ্রহণ করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষরা তার প্রমাণ। তারা শিক্ষার্থীদের ইংরেজি শেখার উপযোগী একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন। নিঃসন্দেহে এটি একটি চমৎকার উদ্ভাবন।
অ্যাপ উদ্ভাবনকারী টিমকে ধন্যবাদ জানিয়ে কেলি রায়ান আরো বলেন, উচ্চশিক্ষা, চাকরি, ক্যারিয়ার থেকে শুরু করে নানা প্রয়োজনে ইংরেজি শেখা খুবই জরুরি। কারণ, গ্লোবালাইজেশনের কারণে আমরা কেউ আর এখন একক কোনো দেশের বাসিন্দা নই। ফলে লেখাপড়া, ক্যারিয়ার, ব্যবসাবাণিজ্য থেকে শুরু করে সবক্ষেত্রেই আন্তর্জাতিক প্রতিযোগিদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এজন্য ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলে বিপদে পড়তে হয়। ব্রিমিং অ্যাপ এই সমস্যা সমাধানে সহায়তা করবে। আশা করি শিক্ষার্থীরা এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবে।
সভাপতির বক্তৃতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, তথ্যও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে পৃথিবী আজ নানা দিক থেকে অনেক বদলে গেছে কিন্তু এখনো আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকাংশেই সেকেল রয়ে গেছে। এখানে পরিবর্তন জরুরি। সময়টা যেহেতু তথ্যপ্রযুক্তির, তাই শিক্ষাকে প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা ছাড়া উপায় নেই। ইংরেজি বিভাগের ‘লাইভ কোড’ টিম সেই কাজটিই করেছে।
এসময় মো. সবুর খান প্রত্যোক শিক্ষার্থীকে ব্রিমিং অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, অ্যাপটি তোমাদের কোর্স কারিকুলামের সঙ্গে সম্পৃক্ত। এটি যদি তোমরা ব্যবহার করো তবে তোমাদের ইংরেজি শেখা অনেক সহজ হয়ে যাবে। অ্যাপ ব্যবহার করতে গিয়ে কী কী সমস্যা হয় সেসব সমস্যা অ্যাপ উদ্ভাবনকারী টিমকে জানাতে বলেন মো. সবুর খান এবং শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অ্যাপকে ডেভলপ করার জন্য লাইভ কোড টিমকে পরামর্শ দেন তিনি। মো. সবুর খান আরও বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যদি এভাবে শিক্ষাকেন্দ্রীক সমস্যা সমাধানে এগিয়ে আসেন তবে আমাদের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হবে।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইটি বিভাগের সহায়তায় ব্রিমইং অ্যাপ উদ্ভাবন করেন ইংরেজি বিভাগের চার শিক্ষক। তারা হলেন, সহকারী অধ্যাপক সামসি আরা হুদা, সহকারী অধ্যাপক ড. বিপাশা বিনতে হক, প্রভাষক সাদিয়া জেরিন লিয়া।