পর্দা উঠল ‘গেট ইন দ্যা রিং’ ঢাকা পর্বের
- উদ্যোক্তা ডেস্ক
৬ ই সেপ্টেম্বর ২০১৯ খুলনা বিভাগীয় সিলেকশন রাউন্ডের মাধ্যমে পর্দা উঠছে বিশ্বব্যাপী জনপ্রিয় বিজনেস স্টার্টআপ প্রতিযোগীতা “গেট ইন দ্যা রিং” ঢাকা পর্ব। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ফ্রেড্রিক ন্যুম্যান ফাউন্ডেশন বাংলাদেশ (এফএনএফ) এর যৌথ আয়োজনে তৃতীয় বারের মতো আয়োজিত হচ্ছে উদ্যোক্তাদের অলিম্পিক খ্যাত এই প্রতিযোগীতা।
দেশব্যাপী এই প্রতিযোগীতাকে ছড়িয়ে দিতে এবারের আয়োজনে থাকছে বিভাগীয় সিলেকশন রাউন্ড, যেখান থেকে বিভাগীয় পর্যায়ের সেরা প্রতিযোগীদের বাছাই করা হবে গেট ইন দ্য রিং ঢাকা পর্বের গ্র্যান্ড ফিনালের জন্য। এরই ধারাবাহিকতায় ৬ই সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগের সিলেকশন রাউন্ড। খুলনা বিভাগ ও এর আশে পাশের অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগিরা অংশ নেন। দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিচারকার্যের দ্বায়িত্বে ছিলেন নর্থ ওয়েস্টারন ইউনিভার্সিটির ব্যবসায়ী শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. আনিসুর রহমান, খুলনা বিশ্ব বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিস বিভাগের সহযোগী অধ্যাপক বায়েজিদ খান এবং এফএনএফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. ওমর মোস্তাফিজ।
উক্ত খুলনা বিভাগীয় সিলেকশন রাউন্ডের প্রতিযোগীতায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা বিভাগের যুগ্ন সচিব মো. হাবিবুর রহমান খান। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজী মাসুদুল ইসলাম, ছাত্র বিষয়ক অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শরিফ হাসান লিমন, সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ডঃ তুহিন রায়, ক্রিয়েটিভ আইটি ইনিস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা আব্দুলাহ আল-ফরহাদ প্রমুখ।
মোট পাঁচটি বিভাগীয় পর্যায়ের সিলেকশন রাউন্ড শেষে নির্বাচিত প্রতিযোগীদের অংশগ্রহণে আগামী অক্টোবর ২০১৯ ঢাকায় অনুষ্ঠিতব্য গ্রান্ড ফিনালের মাধ্যমে এই আয়োজনের পর্দা নামবে ।