৩য় ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত
- স্পোর্টস ডেস্ক
তিন দিনব্যাপী (০৯ – ১১ অক্টোবর) অনুষ্ঠিত ‘৩য় ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০১৯’ কুর্মিটোলা গলফ কোর্সে গতকাল শেষ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ ও মহিলাসহ তিন শতাধিক গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে বিজয়ী হন মেজর গোলাম মওদুদ (অবঃ) এবং রানার আপ হন এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক। টুর্নামেন্টের লেডিজ উইনার হওয়ার গৌরব অর্জন করেন ফাতেমা মতিউর ও জুনিয়র গ্রুপে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে সাজিদুল ইসলাম।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে গতকাল (১১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্ল্যাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেয়িার জেনারেল মোঃ তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামদিুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্নেল মোঃ আবদুল বারি (অবঃ) এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	