শীত এলো, এলো শীত…

শীত এলো, এলো শীত…

  • ফয়সাল আহমেদ

বাংলায় কার্তিক মাস চলছে। অগ্রহায়ণের মাঝামাঝিই তাপমাত্রা কিছুটা কমে যাওয়া প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার।

গত কয়েকদিন ধরেই দিনের ভোর শুরু হচ্ছে শীতের আমেজে। চারপাশে কুয়াশার আস্তরণ। বাতাসে হিমেল অনুভূতি। সন্ধ্যা রাতে হালকা গরম অনুভব হলেও ভোরের দিকে কাঁথামুড়ি দিতে হচ্ছে কয়েকদিন ধরেই। ফজর থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত কুয়াশা ঘেরা প্রকৃতি জানান দেয় শীতের হাতছানি।

শীত বাংলাদেশের প্রকৃতির এক অন্যতম ঋতু। শীতের আগমনী বার্তা প্রকৃতিতে এক ভিন্নরকম চাঞ্চল্য আনে। কুয়াশার আস্তরণে ঢাকা পড়ে পথঘাট। ঘাসের উপর দেখা মিলে খণ্ডখণ্ড অসংখ্য শিশিরবিন্দু। শিউলি ফুলের হালকা মতোয়ারা ঘ্রাণ! সব মিলিয়ে শীত আসে প্রকৃতিতে অন্যরকম সৌন্দর্য নিয়ে।

অতিথি পাখির গুঞ্জনে-কুঞ্জনে সবুজ-বনানী পরিবেষ্টিত রূপসী বাংলার নির্জন প্রান্তর তখন সেজে ওঠে নতুন সাজে, নবরূপে। দীর্ঘ লকডাউনের কারণে হয়ত শহরের দূষণের মাত্রা এ বছর কম। শীত আসার মুখেই শহরে আসতে শুরু করেছে পরিযায়ী পাখির ঝাঁক প্রাতঃভ্রমণকারীদের পাশাপাশি পেশাদার ও শৌখিনরাও ভিড় জমাচ্ছেন এই অতিথিদের দেখতে।

অগ্রহায়ণের প্রথম শুক্রবার বিকালে আকাশ অন্ধকার করে ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় হঠাৎ বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের মিশ্রণে ফলে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালা থেকে এই বৃষ্টি হয়। শনিবারও এই আবহাওয়া একই রকম থাকতে পারে। তবে রোববার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, কোনো লঘুচাপ নেই। তবে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। হেমন্তের মাঝামাঝি এই সময়ে শীত এখনও আসেনি, তবে অনুভূতি বাড়িয়ে দেবে এই বৃষ্টি।

বিএমডি জানিয়েছে, ডিসেম্বরে বাংলাদেশে শীত শুরু হলেও এর পরিস্থিতি তৈরি হয় নভেম্বরের শেষ সপ্তাহে। এ কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। এ সময়ে তেতুলিয়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, সিলেট, ময়মনসিংহসহ অন্যান্য অঞ্চলের শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। এসব এলাকার নদনদীতে ভোর রাতের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। স্থলভাগে ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশা পড়তে পারে।

শীতকাল শুরুর আগেই ভোরে কুয়াশার আস্তরণ জানান দেয় শীতের আগমনের। শীতের শুষ্কতায় প্রকৃতির সবুজ সেজে উঠুক আপন-মহিমায়, মানুষ ফিরে পাক তার সুন্দর জীবনের ভাবনা।

Sharing is caring!

Leave a Comment