রোজা রেখে নাকে ওষুধ দিলে রোজা ভেঙ্গে যাবে কি?
- মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রশ্ন: রোজা রেখে নাকে ওষুধ দিলে রোজা ভেঙ্গে যাবে কি?
উত্তর: স্বাভাবিক প্রবেশপথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায়। তাই রোজা রেখে নাকে ওষুধ দিলে রোজা ভেঙ্গে যাবে।
তথ্যসূত্র: বায়হাকি শরিফ, হাদিস নং-৮৫১২, ফাতহুল বারি, খণ্ড-৫, পৃষ্ঠা-২০৭, ফাতওয়ায়ে কাজিখান, খণ্ড-১, পৃষ্ঠা-২১০, জাদিদ ফেকহি মাসায়েল, খণ্ড-১, পৃষ্ঠা-১৮৭।
উত্তর দিয়েছেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান ও
সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।
সূত্র: যুগান্তর