মুক্তি পেলেন গয়েশ্বর
নিউজ ডেস্ক: রাজধানীতে নাশকতার মামলায় জামিনের পর মুক্তি পেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কাশিমপুর কারাগার থেকে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি মুক্তি পান। চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
কাশিমপুর জেল সুপার মিজানুর রহমান বলেন, সোমবার গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত ৪ নভেম্বর তাকে কারাগারে আনা হয়েছিল।
রাজধানীতে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গত রোববার অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। বিচারক মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।