নতুন রূপে গুগল প্লাস
প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি জগতে অনেক এগিয়ে গুগল। কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাই এবার গুগল প্লাসকে জনপ্রিয় করতে নতুন কিছূ পরিকল্পনা হাতে নিয়েছে গুগল কর্তৃপক্ষ।
ভিন্নভাবে সাজানো হয়েছে গুগল প্লাসকে। আনা হয়েছে গুগল প্লাসের নতুন সংস্করণ। কমিউনিটিজ ও কালেকশন্স ফিচার দুটিকে প্রাধান্য দেওয়া হয়েছে গুগল প্লাসের নতুন এই সংস্করণে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ম্যাশেবল তাদের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে।
এ বছরের শুরুর দিকেই কমিউনিটিজ ও কালেকশন্স ফিচার দুটি যোগ করা হয়েছিল গুগল প্লাসে। কমিউনিটি ফিচারটি হল মূলত গুগল প্লাসের গ্রুপ ফিচার এবং বিষয়ভিত্তিক গ্রুপ পোস্ট করার জন্যই কালেকশন ফিচার। গুগল প্লাসের নতুন সংস্করণ নিয়ে গুগল বলেছে, গুগল প্লাসকে আরো সহজ এবং সবার উপযোগী করতেই এই দুটি ফিচার যোগ করা হয়েছ।
গুগল কর্মকর্তা লুক রবব্লেস্কি একটি নোটে লিখেছেন, ‘আমরা এই গুগল প্লাসের প্রায় প্রতিটি ফিচারকেই খুব দ্রুত যথাসম্ভব সহজতর করেছি। নতুন গুগল প্লাসে পোস্ট করা, সার্চ, কানেক্ট এবং সবকিছুর সঙ্গে সংযুক্ত থাকা হবে খুবই সহজ।’
কিছুদিনের মধ্যেই নতুন সংস্করণ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে এখন থেকেই পরীক্ষা করে দেখতে পারবেন কেমন হচ্ছে নতুন গুগল প্লাস। আর এজন্য গুগল প্লাসে লগ-ইন করার পড় ‘লেট’স গো’ অপশনটি নির্বাচন করতে হবে ব্যবহারকারীকে। তবে কারো নতুন সংস্করণ ভাল না লাগলে তারা পুরাতন সংস্করণ ব্যবহার করতে পারবেন।