সৌদি নির্বাচনে নারী প্রার্থী !

সৌদি নির্বাচনে নারী প্রার্থী !

আন্তর্জাতিক ডেস্ক: এই প্রথমবার সৌদি নারীরা নির্বাচনে অংশগ্রহন করছেন। তবে তারা নির্বাচন সংক্রান্ত কাজকর্মে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন না এবং পুরুষদের থেকে পৃথক থাকতে হবে। দেশটিতে প্রতিনিধি নির্বাচনের জন্য এটিকে একটি ভালো উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংবাদ: এএফপি।

দেশটি প্রথমবারের মতো নারীদের নিজেদের নেতৃত্ব নির্বাচন করার সুযোগ করে দিয়েছে এবং আগামী ১২ ডিসেম্বরের দেশটির পৌর নির্বাচনে প্রায় ৯০০ নারী প্রার্থী হতে চলেছেন। উপসাগরীয় শহর কাতিফের নারী প্রার্থী নাসিমা আল-সাদহ বলেন, ‘আমরা যদি দেশকে উন্নত বা সংস্কার করতে চাই, তাহলে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ পর্বে নারীদের থাকতে হবে।’ ইসলামিক রাজতন্ত্রীয় দেশটির মন্ত্রিসভার কোনো নারী সদস্য নেই।

এছাড়া পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব, যেখানে নারীরা গাড়ি চালাতে পারেন না। বাইরে যেতে হলে নারীদের আপদ-মস্তক ঢেকে রাখতে হয়। পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ছাড়া তারা ঘরের বাইরে, কাজে যেতে বা বিয়ে করতে পারেন না।

তবে এ নির্বাচনে নারীরা সরাসরি উপস্থিত থেকে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। প্রতিনিধিদের মাধ্যমে পুরুষদের কাছে তাঁদের প্রচার চালাতে হবে। এমনকি নিজের ছবিযুক্ত কোনো পোস্টারও লাগাতে পারবেন না কোনো নারী প্রার্থী।

Sharing is caring!

Leave a Comment