বলিউডে সর্বোচ্চ আয়ের দশ তারকা
বলিউডের জয় জয়াকার বিশ্বব্যাপি আর জনপ্রিয়তার দিক থেকেও কোন স্টার কারো কম নয়। তবে আয়ের দিক থেকে কেউ এগিয়ে আবার কেউ পিছিয়ে। ২০১৫ সালে আয়ের দিক থেকে করা বলিউডে সেরা দশ তারকার তালিকায় খানরাই এগিয়ে আছে। সেরা দশের মধ্যে আছেন অমিতাভ বচ্চনও। তবে তার অবস্থান একটু নিচের দিকে আট নাম্বারে। আয় বিবেচনায় ২০১৫ সালে বলিউডের সেরা দশ তারকা:
সালমান খান: এই তালিকার প্রথম স্থানে আছেন সালমান খান। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ৬০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তাই আয়ের দিক থেকে তিনি সবাইকে ছাড়িয়ে তালিকার প্রথমে স্থান করে নিয়েছেন।
আমির খান: তালিকার দ্বিতীয় স্থানে আছেন আমির খান। আমির খানের প্রতিটি সিনেমার বর্তমান পারিশ্রমিক প্রায় ৫০ কোটি টাকা। তাই আয়ের দিক থেকে বলিউডে তার বর্তমান অবস্থান সালমানের পরেই।
অক্ষয় কুমার: জনপ্রিয়তার কমতি নেই অভিনেতা অক্ষয় কুমারের আর একারনেই তাকে বলিউডের জ্যাকি চ্যান বলা হয়। তবে আয়ের দিক থেকে তার বর্তমান অবস্থান তিন নাম্বারে। কারণ তিনি প্রতিটি সিনেমার জন্য ৪০-৪৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন।
শাহরুখ খান: এই তালিকার চতুর্থ অবস্থানে আছেন বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান। শাহরুখ খান বর্তমানে তাঁর প্রতিটি সিনেমার জন্য প্রায় ৪০ কোটি টাকা পারিশ্রমিক পান।
হৃত্বিক রোশন: কৃশখ্যাত নায়ক হৃত্বিক রোশন। আয়ের দিক থেকে তার অবস্থান পঞ্চম। হৃত্বিক তার প্রতিটি সিনেমার জন্য প্রায় ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন।
রণবীর কাপুর: কাপুরদের মধ্যে এই তালিকায় শূধূমাত্র রণবীর কাপুর স্থান পেয়েছেন। রণবীর তার প্রতিটি সিনেমার জন্য প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তাই তার অবস্থান ষষ্ঠ ।
অজয় দেবগণ: জনপ্রিয়তার ঘাটতি নেই অজয় দেবগণের। তবে এই তালিকায় তার অবস্থান সপ্তম স্থানে। কারণ তার প্রতিটি সিনেমার পারিশ্রমিক প্রায় ২৫ কোটি টাকা।
অমিতাভ বচ্চন: ভারতীয় চলচ্চিত্রের আইকন অমিতাভ বচ্চন, যিনি বলিউডের শাহেনশাহ নামেও পরিচিত। বর্তমানে তিনি প্রতিটি সিনেমার জন্য প্রায় ২০ কোটি টাকা পারিশ্রমিক পান।তাই আয়ের দিক থেকে তার অবস্থান অষ্টমে।
সাইফ আলী খান: সাইফ আলী খান, যিনি বলিউডে ছোট নবাব নামে পরিচিত। আয়ের দিক থেকে বলিউডে ছোট নবাবের অবস্থান নবমে।বর্তমানে তিনি তার প্রতিটি সিনেমার জন্য প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক পান।
রণবীর সিং: রামলীলা খ্যাত নায়ক রণবীর সিং। তিনি বর্তমান তার প্রতিটি সিনেমার জন্য প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক পান। তাই আয়ের দিক থেকে এই তালিকার দশ নাম্বারে তার অবস্থান।