২১-তম হলেন সিদ্দিকুর
স্পোর্টস ডেস্ক : ভিয়েতনামে হো ট্রাম ওপেনে শেষটা ভালো হলো না বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। ২১তম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে।
গতকাল (০৬ ডিসেম্বর) চতুর্থ রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেন বাংলাদেশের সেরা গলফার। এ দিন মোট পাঁচটি বার্ডি করলেও চারটি বোগিও করেন তিনি। পারের চেয়ে দুই শট কম নিয়ে সিদ্দিকুর প্রথম রাউন্ড শেষ করেছিলেন ৩৩ নম্বরে থেকে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান সিদ্দিকুর। তবে এদিন আলোকস্বল্পতায় সম্পূর্ণ খেলা হতে পারেনি। খেলা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনটি বার্ডি ও একটি বোগি করেন তিনি।পরে বাকি নয় হোল খেলে আরও দুটি বার্ডি করেন এবং পারের চেয়ে চার শট কম খেলেন দুইবারের এশিয়ান ট্যুর শিরোপা বিজয়ী সিদ্দিকুর। ফলে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে মোট ৬ শট কম খেলে যৌথভাবে নবম স্থানে ছিলেন সিদ্দিকুর।
১৫ লাখ ডলার অর্থমূল্যের এই টুর্নামেন্টে পারের চেয়ে ১৪ শট কম খেলে প্লে-অফে চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের সের্হিও গার্সিয়া। আর ২১ তম হয়ে সিদ্দিকুর পেলেন ১৫ হাজার ডলার।