জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন
নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আজ (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় গেজেটটি প্রকাশ করা হয়। এতে ১ জুলাই থেকে অষ্টম বেতন স্কেল কার্যকর ধরা হয়েছে। জানুয়ারিতে বকেয়াসহ এই স্কেলে বেতন পাবেন তাঁরা। আর বর্ধিত ভাতার বকেয়া দেওয়া হবে আগামী বছরের জুলাই মাসে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিজি প্রেসের এক কর্মকর্তা বলেন, গেজেট ছাপানোর জন্য সকাল সাড়ে ১০টায় অর্থ মন্ত্রণালয় থেকে প্রেসে পাঠানো হয়। এরপর সন্ধ্যায় ছাপানোর কাজ শেষ হয়।
গেজেট প্রকাশ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, আগামী বছরের জানুয়ারিতে অষ্টম বেতন স্কেল অনুযায়ী বকেয়াসহ বেতন পাবেন সরকারি কর্মচারীরা।
উল্লেখ্য, অষ্টম বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড রাখা হয়নি। তবে দুই ধাপ গ্রেড উন্নয়নের সুযোগ রাখা হয়েছে।