পেটের ব্যাথায় কাতর মেসি
স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চীনের গুয়াংজু এভারগ্রান্ডের মুখোমুখি হয়েছে গত মৌসুমের বার্সেলোনা। ইনজুরির কারণে ব্রাজিলিয়ান তারকা নেইমার যে খেলতে পারবেন না, তা আগেই জানা ছিল। কিন্তু প্রথম একাদশে লিওনেল মেসিকেও না দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন বার্সা সমর্থকরা।
হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হওয়ায় মাঠে নামতে পারেননি মেসি। কিডনিতে পাথর থাকলে এ ধরনের ব্যথা অনুভূত হয় বলে জানানো হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকালে হঠাৎ করে পেট ব্যথা শুরু হওয়ায় খেলতে পারছেন না লিওনেল মেসি। সাধারণত এই ধরনের ব্যথা অনুভূত হয় কিডনিতে পাথর থাকলে। আরো পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে যে মেসি কবে নাগাদ মাঠে নামতে পারবেন।’
২০১১ সালের পর আবার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বার্সেলোনা। এবারের মতো ২০১৫ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল জাপানে। ফাইনালে ব্রাজিলের ক্লাব সান্তোসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল কাতালানরা। ২০০৯ সালে তারা জিতেছিল প্রথম ক্লাব বিশ্বকাপ শিরোপা।
বার্সেলোনার সঙ্গে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে জাপানে এলেও হাঁটুর ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে পারছেন না নেইমার। তবে বার্সেলোনা ফাইনালে উঠলে হয়তো মাঠে দেখা যেতে পারে নেইমারকে। ২০১১ সালের ফাইনালে সান্তোসের জার্সি গায়ে তিনি খেলেছিলেন বার্সেলোনার বিপক্ষে।