বিএসপিএ অ্যাওয়ার্ড পাচ্ছেন মুশফিক
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৩ সালের বর্ষসেরা স্পোর্টস অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
আগামীকাল (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ট্রফি। বিএসপিএর ৪৫তম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিগত দুই বছরের অর্থাৎ ২০১৩ ও ২০১৪ সালের সেরা ক্রীড়াবিদসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে `কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড`।
২০১৩ সালের জন্য সেরা পৃষ্ঠপোষকসহ মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেবে বিএসপিএ। ২০১৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। ওই বছর সেরা পৃষ্ঠপোষকসহ পুরস্কার দেওয়া হবে ৯টি ক্যাটাগরিতে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	