দৌড়ে এগিয়ে দিলওয়ালে
বিনোদন ডেস্ক : একই দিন মুক্তি পেয়েছে দুটি ছবি-দিলওয়ালে এবং বাজিরাও মস্তানি। কিন্তু প্রথম দিনেই দর্শকপ্রিয়তায় বাজিরাওকে পেছনে ফেলে বাজিমাত করেছে দিলওয়ালে। সংবাদ : আনন্দবাজার পত্রিকা।
ভারতের বোলপুরের চিত্রা সিনেমা হলে চলছে ‘বাজিরাও মস্তানি’। হলটির ম্যানেজার কাশীনাথ প্রসাদ জানান, দিনে চারটি শো হচ্ছে। প্রথম দিন প্রথম শোতে দর্শক ছিলেন ২৪ জন। পরের শোতে মাত্র ১৪ জন। খাঁ খাঁ করছে ৫৮০ আসনের হলটি। পরের শো গুলি কেমন চলবে ভেবে আতঙ্কিত কাশীনাথবাবু।
অন্য দিকে ‘গীতাঞ্জলি’ সিনেমা হলের ম্যানেজার তথাগত সিংহরায় জানান, সেখানে ‘দিলওয়ালে’-র শো চলছে দিনে তিনটি। প্রথম শোতেই হলের প্রায় অর্ধেক আসন ভরে গিয়েছিল। বেলা যত বেড়েছে, টিকিটের চাহিদা যেন পাল্লা দিয়ে বেড়েছে। ৭৫০ আসনের এই হলটিতে ‘দিলওয়ালে’-র বাকি দু’টি শো ইতিমধ্যেই হাউসফুল। পরিস্থিতি এমনই, যে ম্যানেজারের কাছে এসে উৎসাহীরা আবদার করছেন চেয়ার পেতে হলে ছবিটি দেখার সুযোগ করে দেওয়ার।
জেলা সদর সিউড়িতে ১০০ ফুটের মধ্যে পাশাপাশি দুটি হল হল রয়েছে। তার মধ্যে বীরভূম টকিজে এসেছে ‘বাজিরাও মস্তানি’। চৈতালী টকিজে ‘দিলওয়ালে’। বীরভূম টকিজের মালিক আবীর চট্টোপাধ্যায় জানান, ৭০০ আসনের হলটিতে প্রথম শোতে দর্শক ছিলেন ২৩ জন, পরের শোতে ৩৫ জন। তৃতীয় শোতে সংখ্যাটা নেমে একেবারে বেড়ে ১৫তে পৌঁছয়। অপরদিকে চৈতালী টকিজের ম্যানেজার তাপসকুমার দত্ত জানান, একই আসনের এই হলে প্রথম শোয়ে ৩৫০, পরের দুটি শোয়ে ২৫০-র মতো দর্শক হয়েছিল।
রামপুরহাটের এক মাত্র হল মাম্পি টকিজে মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে’। সেখানেও রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। রামপুরহাটে অবশ্য দেখা গেল কমবয়সিদের ভিড়ই বেশি। সেই দর্শকদের মধ্যে কট্টর শাহরুখ ভক্ত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সইফ আলি জানাল, ‘শাহরুখকে দেখতে এসেছি। জুটিকে নয়।’
মুরারইতেও রয়েছে একটি মাত্র হল। সেই প্যারাডাইস সিনেমা হলের অন্যতম অংশীদার দিলবর আলি জানান, সেখানে তিনটি শোতে রমরমিয়ে চলছে ‘দিলওয়ালে’। ৬২২ আসনের এই হলে প্রথম শোতে ভরে গিয়েছিল প্রায় অর্ধেক আসন। দ্বিতীয় এবং তৃতীয় শোতে দর্শক ছিল প্রায় সাড়ে পাঁচশো মতো।
উল্লেখ্য, গত শুক্রবার শাহরুখ খান-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ এবং রণবীর-দীপিকা অভিনীত ‘বাজিরাও মস্তানি’ মুক্তি পেয়েছে ভারতের পেক্ষাগৃহে।