গুগলের নিউ ইয়ার ডুডল
প্রযুক্তি ডেস্ক : এবার ইংরেজি নতুন বছর ২০১৬-কে স্বাগত জানাতে নতুন গুগল ডুডল তৈরি করেছে গুগল। এই গুগল ডুডলে ব্যবহার করা হয়েছে পাঁচটি রঙিন পাখি এবং একটি পাখির ডিম। আর সেই ডিমের ওপরই ইংরেজিতে লেখা রয়েছে নতুন বছরের আগমনী বার্তা ‘২০১৬’।
পাঁচটি পাখি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ডিমটি ফুটবে। অর্থাৎ বিশ্বজুড়ে সবার নতুন বছরের প্রতীক্ষাকে প্রতীকী রূপে তুলে ধরা হয়েছে এই গুগল ডুডলের মাধ্যমে। ডুডলের সব পাখির মাথাতেই রয়েছে পার্টি হ্যাট। আরেকটি পাখির পকেটে রয়েছে ঘড়ি, পাখিটা নতুন বছরের অপেক্ষায় সময় গুনছে অধীর আগ্রহে।
এই ডুডলের নিচে রয়েছে ‘ওয়াচ অ্যান্ড রিমেম্বার দ্য মোমেন্টস অব ২০১৫’। এখানে ক্লিক করলে পুরোনো বছরের বড় ঘটনাগুলো দেখতে পারবেন।