টেস্টে সেরা স্মিথ

টেস্টে সেরা স্মিথ

স্পোর্টস ডেস্ক : ডারবান ও মেলবোর্নের বক্সিং ডে টেস্ট শেষ হওয়ার পর বৃহস্পতিবার আইসিসি প্রকাশ করেছে বোলারদের টেস্ট র‌্যাঙ্কিং। নতুন তালিকা অনুযায়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যথাক্রমে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিং-এ শীর্ষ ব্যাটসম্যান ও বোলার হিসেবে ২০১৫ সাল শেষ করেছেন।

১৯৭৩ সালের পর এটাই প্রথম ভারতীয় কোন বোলারের টেস্ট রেঙ্কিং-এর শীর্ষে উঠে আসা। ২০১৫ সালে মাত্র ৯ টেস্টে ৬২ উইকেট লাভ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেন ৩১ উইকেট। অন্যদিকে, স্টিভেন স্মিথ রেঙ্কিং-এর চতুর্থ স্থানে থেকে মেলবোর্নের বক্সিং ডে টেস্ট শুরু করেন। দুই ইনিংসে ১৩৪ ও অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে শীর্ষে উঠে আসেন তিনি।

ডারবান টেস্টের সময় ইনজুরিতে পড়েন বলে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি প্রোটিয়া বোলার ডেল স্টেইন। এই সুযোগেই শীর্ষ স্থানটা দখল করা সহজ হয়েছে অশ্বিনের জন্য।

সংবাদ: ইন্ডিয়া টুডে।favicon5

Sharing is caring!

Leave a Comment