শুধু ঢাকাতেই ঝুঁকিপূর্ণ ৭২ হাজার ভবন !
নিউজ ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরের মধুপুর ফল্টে ৭ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় ৭০ হাজারেরও বেশি ভবন ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির পরিচালক মোহাম্মদ আবু সাদেক।
আজ (৪ জানুয়ারি) সকালে তিনি জানান, রাজধানীর ভবনগুলো বিল্ডিং কোড মেনে নির্মিত না হওয়ার কারণে ভবনগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। একটি গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মধুপুর ফল্টে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় মাটির কম্পন একই রকম হবে। আর সেটার তীব্রতা হবে ৮। এই ধরণের একটা ভূমিকম্প হলে ৭২ হাজার ভবন ভেঙে পড়বে। ৮ তীব্রতা ধরে যদি ভবনগুলো নির্মাণ করা হয় তাহলে আমরা নিরাপদে থাকব।’