শিশুদের জন্য বিজয়ের মিনি ল্যাপটপ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিজয় সফটওয়্যার ও বিজয় কিবোর্ডের জনক মোস্তাফা জব্বারের প্রতিষ্ঠান আনন্দ কম্পিউটার্স সম্প্রতি শিশুদের জন্য বাজারে নিয়ে এসেছে শিক্ষামূলক সফটওয়্যার সমৃদ্ধ ‘বিজয় মিনি ল্যাপটপ’।
শিশুদের ডিজিটাল মাধ্যমে শিক্ষার জন্য এই মিনি ল্যাপটপটিতে যুক্ত রয়েছে ‘বিজয় শিশু শিক্ষা ১ ও ২’ এবং ‘বিজয় প্রাথমিক শিক্ষা’ সফটওয়্যারগুলো। ৮.১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের এই মিনি ল্যাপটপটির ফিচারের মধ্যে রয়েছে ১.৮৩ গিগাহার্জ ইন্টেল প্রসেসর, ১ জিবি র্যা ম, ১৬ জিবি স্টোরেজ, ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা, বিজয় বাংলা কিবোর্ড, বিজয় বাংলা সফটওয়্যার, ওয়াই-ফাই, ব্লুটুথ, ক্যামেরা, হেডফোন, অরিজনাল উইন্ডোজ ৮.১ ও অফিস ৩৬৫-এর ১ বছরের সাবক্রিপশন।
মিনি ল্যাপটপটিতে থাকা বিজয় শিশু শিক্ষার মাধ্যমে ৪ থেকে ৬ বছরের শিশুরা বাংলা, ইংরেজি, বর্ণমালা, সংখ্যা, ছড়া, গল্প, অনুশীলন সুবিধা পাবে। আর বিজয় প্রাথমিক শিক্ষায় রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই ও শিক্ষাক্রম অনুসরণ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি ও অংক বিষয়ের সফটওয়্যার।