২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত সাড়ে ৮ হাজার
নিউজ ডেস্ক : ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আট হাজার ৬৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। মোট দুর্ঘটনা হয়েছে ছয় হাজার ৫৮১ টি। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৫-এ এই তথ্য তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ (৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এই প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সমিতি সড়ক দুর্ঘটনার ১৪টি কারণ শনাক্ত করেন। সমাধানের জন্য ১০টি সুপারিশ করেন।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	