মাও সে তুংয়ের মূর্তি ভেঙে ফেলল চীন!
আন্তর্জাতিক ডেস্ক : ‘মেগা মাও’ নামে পরিচিত ৩৬ মিটার উঁচু সোনালি মূর্তিটি ভেঙে ফেলেছে চীনা সরকার। চীনের তোংসু প্রদেশের গ্রামে ছিল মাও সেতুংয়ের এই বিশাল মূর্তি। আধভাঙা মূর্তির ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
চীনের গ্রামাঞ্চলের কোনও কোনও অংশে ‘মাও ভজনার’ মাত্রা ক্রমশ বাড়ছে বলে গত মাসেই দাবি করে সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’। মাও সে তুং গবেষণা কেন্দ্রের ডিন লিউ জিয়ানইউ এক ধাপ এগিয়ে বলেন, ‘চীনের সাধারণ মানুষের কাছে মাও ন্যায়বিচারের প্রতীক। তাই হেনান প্রদেশের ওই গ্রামের ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিজেদের উদ্যোগেই ওই মূর্তি গড়েছেন বলে মনে হয়।’
স্থানীয়রা জানিয়েছেন, এই মূর্তিটি প্রভাবশালী ব্যবসায়ী সান কুইংশিনের অর্থে তৈরি। তিনি প্রবল মাওভক্ত। কিন্তু ৩০ লক্ষ ইউয়ান খরচ করে এক দরিদ্র গ্রামে ওই মূর্তিটি তৈরি নিয়ে বিদ্রুপের ঝড় ওঠে। কাল রাতে হঠাৎই আসেন কিছু নির্মাণকর্মী ও নিরাপত্তারক্ষী। আজ সকালের মধ্যে মূর্তি পুরো ভাঙা হয়ে যায়।