শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। দুই অর্ধে দুটি গোল করেন বাংলাদেশের ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি। আরেক ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ও মিডফিল্ডার জাহিদ হোসেন একটি করে গোল করেন।
শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের একাদশ জয়। গোল্ড কাপেও দলটির ওপর আধিপত্য ধরে রাখল মামুনুলরা; গত আসরে শ্রীলঙ্কাকে হারিয়েই সেমি-ফাইনালে উঠেছিল তারা।
জয়ে শুরু পাওয়ায় তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ। আগামী ১২ জানুয়ারি গ্রুপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে মামুনুলরা।
২০১৪ সালের অক্টোবরে যশোরের এ মাঠেই শ্রীলঙ্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। চেনা মাঠে, গ্যালারি ভর্তি দর্শকের সামনে এবার জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে মামুনুলরা।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে শুক্রবার ম্যাচে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে ছাড়াই সেরা একাদশ সাজান বাংলাদেশ কোচ মারুফুল হক।