চলছে মাছ ধরা উৎসব !

চলছে মাছ ধরা উৎসব !

আন্তর্জাতিক ডেস্ক : দূর থেকে দেখে মনে হতে পারে এখানে হন্যে হয়ে সবাই গুপ্তধন খুঁজছে। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। কিছু একটা সবাই খুঁজছেন ঠিকই তবে তা গুপ্তধন নয়, মাছ।

গতকাল (৯ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার হোয়াচেওন শহরে আয়োজন করা হয় এক অদ্ভুত মাছ ধরার প্রতিযোগিতার। যার নিয়ম ছিল কোনো ধরণের বরশী বা টোপ ছাড়া খালি হাতেই প্রতিযোগীকে মাছ ধরতে হবে। একে তো হাতে নেই মাছ ধরার কোনো যন্ত্র তার উপর আবার প্রচণ্ড ঠাণ্ডা, তবুও আটকে রাখা দায় অংশগ্রহণকারীদের। একজন বলেন, মাছ খুঁজতে খুঁজতে হয়রান, প্রতিযোগীদের মধ্যে যারাই এমন মাছের সন্ধান পাচ্ছেন তারাই কামড় বসিয়ে দিচ্ছেন জ্যান্ত মাছে।

মাছ ধরা শেষে চলে খাওয়া দাওয়ার পালা। যে যার ধরে আনা মাছগুলো ইচ্ছে মতো রান্না করে খেয়ে নেন এতে। হোয়াচেওনের মেয়র জানিয়েছেন, উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

২০০৩ সালে এই উৎসব শুরুর পর থেকেই প্রতিবছর কয়েক লাখ মানুষ এতে অংশ নিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদ প্রকাশ করেছেন তিনি।favicon5

Sharing is caring!

Leave a Comment