সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
ক্যারিয়ার ডেস্ক : বাংলাদেশ আনসার-ডিভিপি উন্নয়ন ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নিমিত্তে আবেদনপত্রের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পদটিতে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে। আবেদনের শেষ সময় ৪ ফেব্রুয়ারি।
যোগ্যতা
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আইসিএমএ সার্টিফিকেটসহ ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের বয়স ১১ জানুয়ারি-২০১৬ তারিখে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
বেতন
২০১৫ সালের বেতনক্রম অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘মহাব্যবস্থাপক, ব্যাংকার্স সিলেকশন সচিবালয়, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা’ ঠিকানায়। আবেদনপত্র পাঠানো যাবে আগামী ৪ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 
	                
	                	
	            
 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	