উইন্ডোজ ৮ সেবা দেবে না মাইক্রোসফট
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০১২ সালে বেশ ঢাকঢোল পিটিয়ে এই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করার মধ্য দিয়ে মাইক্রোসফটের পরিকল্পনায় বড় ধরনের রদবদল দেখা যায়। শুধু ডেস্কটপভিত্তিক অপারেটিং সিস্টেম থেকে মোবাইলকেন্দ্রিক সফটওয়্যারের দিকে ঝুঁকে পড়ে প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ ৮ থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার অর্থ হচ্ছে—এরপর থেকে উইন্ডোজ ৮ এর জন্য কোনো নিরাপত্তা প্যাঁচ বা সফটওয়্যর হালনাগাদ করা হবে না। তবে যাঁরা উইন্ডোজ ৮ ব্যবহার করছেন তাঁরা এর ব্যবহার চালিয়ে যেতে পারবেন। অবশ্য যাঁরা উইন্ডোজ ৮ থেকে উইন্ডোজ ৮.১ সংস্করণে হালনাগাদ করে নেবেন তাঁরা ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত মাইক্রোসফটের সমর্থন পাবেন।
মাইক্রোসফটের যতগুলো অপারেটিং সিস্টেম এসেছে তার মধ্যে উইন্ডোজ ৮ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে মাইক্রোসফটকে। উইন্ডোজ ৮ ছাড়াও মাইক্রোসফট সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ ও ১০ সংস্করণ থেকে সমর্থন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।