সেমিতে বার্সালোনা

সেমিতে বার্সালোনা

স্পোর্টস ডেস্ক : কোপা ডেলরে’র কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও দাপুটে এক জয় দিয়ে সেমির টিকিট পেয়েছে লুইস এনরিকের দল। নিজেদের মাঠে বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। এর আগে প্রথম লেগের খেলায় ২-১ গোলের জয় পেয়েছিল মেসি-নেইমাররা।

বুধবারের ম্যাচে বার্সেলোনার হয়ে জয়সূচক গোল তিনটি করেন লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে ও নেইমার। অন্যদিকে অ্যাতলেটিকো বিলবাওয়ের হয়ে একমাত্র গোলটি করে ইনাকি উইলিয়ামস। বার্সার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ১৮তম মিনিটে অ্যাতলেটিকো বিলবাওয়ের হয়ে ইনাকি গোল করেন উইলিয়ামস। এরপর ১-০ গোলে পিছিয়ে পড়ে বার্সা খেলায় ফিরতে প্রাণপণ চেষ্টা করেও পথমার্ধে কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বার্সা। বিরতির আট মিনিট পর লিওনেল মেসির বাড়ানো বল থেকে সুয়ারেজ গোল করে বার্সাকে সমতায় ফেরান।

এরপর আবারও একের পর এক আক্রমণ চলায় কাতালানরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে পিকের দারুণ এক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন বিলবাওয়ের জালে শেষ পেরেক ঠুকে দেন নেইমার। ফলে ৩-১ গোলের দারুণ জয় দিয়ে কোপা ডেল রের সেমি-ফাইনালে উন্নীত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। favicon594

Sharing is caring!

Leave a Comment