ফাইনালে পিএসজি
স্পোর্টস ডেস্ক : ক্যুপ ডি লা লিগ নামে পরিচিতি ফ্রেঞ্চ লিগ কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের আরো কাছে চলে গেল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।
বুধবার রাতে সেমিফাইনালে আর্জেন্টিনার দুই তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া ও এজেকিয়েল লাভেজ্জির একটি করে গোলে টোওলোসিকে ২-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের এ মৌসুমের ফাইনালে উঠেছে লরা ব্লাঁর দল। ১২ দিনের ব্যবধানে টোওলোসির বিপক্ষে টানা তৃতীয় ম্যাচ জিতল পিএসজি। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটা পিএসজির টানা ১২তম জয়।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে অবশ্য কোনো গোল পায়নি পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের ৬৫ থেকে ৭২, সাত মিনিটের মধ্যে লাভেজ্জি ও ডি মারিয়ার গোলে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। দুই আর্জেন্টাইন তারকার গোলই দেখা মতো ছিল। ৬৫ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে লম্বা করে বল বাড়িয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও এজেকিয়েল লাভেজ্জির র্যাবিয়ট। দুই ডিফেন্ডারের ফাঁক গলে ভেতরে ঢুকে বলের নিয়ন্ত্রণ নেন লাভেজ্জি। সেখান থেকে প্রথমে তার শট অতিথি গোলরক্ষকের পায়ে লেগে ফিরলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
৭২ মিনিটে ডি মারিয়ার গোলটি তো ছিল আরো চমৎকার। প্রায় মাঝ মাঠে বল পেয়ে অতিথিদের দুই খেলোয়াড়কে কাটিয়ে ডি বক্সের কাছে চলে যান ডি মারিয়া। বক্সের বাইরে থেকেই জোরালো কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই উইঙ্গার। দুই আর্জেন্টাইনের গোলই শেষ পর্যন্ত পিএসজিকে ফাইনালে পোঁছে দেয়। শিরোপার লড়াইয়ে আগামী ২৩ এপ্রিল লিলের বিপক্ষে খেলবে পিএসজি। আগের দিন প্রথম সেমিফাইনালে বর্ডেক্সাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লিল।