আমার মায়ের আঁচল
ছড়া
আমিনুল ইসলাম মামুন
আমার মায়ের আঁচল যেন স্বর্গ থেকে পাওয়া
দুঃখ-সুদিন সকল সময় মুক্ত সেথায় যাওয়া।
আকাশ বাতাস সূর্য হাসে, হাসে চন্দ্র তারা
কেউ হাসে না একা একা আমার মাকে ছাড়া।
পিঠা পায়েস সব খাবারে লাগলে হাতের ছোঁয়া
গাল ভরে যায়, সবই যেন রসের কাঁঠাল-কোয়া।
বনের পাখি ডাকতে শুনি আমার মায়ের সুরে
দুয়ার খুলে মনটি হারায় দূর সে অনেক দূরে।
মায়ের চোখের তারা এবং চাঁদ মাখানো মুখে
একটুখানি তাকালেই এ বুক ভরে যায় সুখে।
শুভ্র-সবুজ আঁচলখানি মানিক রতন ঘেরা
আমার মায়ের আঁচল-ছায়া এই পৃথিবীর সেরা।