এই ছবিটা
জগলুল হায়দার :
কোড়াপাখি জোড়ায় জোড়ায়
টুম্ব টুম্ব টুম্ব ডাকে
শাপলা ফোটা ঝিলের জলে
কলমিলতার ফাঁকে।
পানসি ছোটে তরতরিয়ে
উজানে পাল তুলে-
হিজল বরুণ বন ছেয়েছে
নানান ফুলে ফুলে।
আমন ধানের ডগাগুলো
জল ছাপিয়ে দাঁড়ায়
ধঞ্চে খেতের আড়াল নিয়ে
নৌকাগুলো হারায়।
পানকৌড়ি শঙ্খচিল আর
কানিবকের মেলায়
আকাশ যেনো ছায়া বিছায়
মেঘলা মেঘের ভেলায়।
পাগল করা এই ছবিটা
দেখেই পরাণ জুড়ায়
হাজার বছর দেখছি তবু
সাধ কী দেখার ফুরায়!