এ যেন শিশুদের মিলনমেলা
- নিজস্ব প্রতিবেদক
প্রথবারের মতো জাতীয় শিশু কিশোর পত্রিকা হাতেখড়ি আয়োজন করেছে ‘শিশু উৎসব ২০১৬’। উৎসবে ক্ষুদে লেখক ও কিশোর সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। হাতেখড়ি’র ২য় প্রতিবার্ষিকী উপলক্ষে গতকাল (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা ন্যাশনাল লাইবেরি অডিটোরিয়ামে বিকেল ৩টায় বসে শিশুদের এই মিলনমেলা।
রঙিন বেলুন উড়িয়ে শিশু উৎসবের শুভ উদ্বোধ ঘোষনা করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন অধ্যাপক মাহফুজা খানম। অনুষ্ঠানে হাতেখড়ি’র সম্পাদক ও প্রকাশক তাহাজুল ইসলাম ফয়সাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী, শিশু সাহিত্যিক আসলাম সানী, হাতেখড়ি’র উপদেষ্টা আলাউদ্দিন গোলন্দাজ ও পৃষ্ঠপোষক মো. আবুল কালাম আজাদ সহ আরও অনেকে।
উৎসবে ঢাকার তিনশাতাধীক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ছবিআঁকা প্রতিযোগিতায়। তাদের মধ্য তিনটি বিভাগ থেকে একশ জনকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত করে ডাকা হয় উৎসবে এবং তাদের মধ্যে ৯ জনকে দেয়া হয় সেরা পুরস্কার যথাক্রমে- ক বিভাগে সামানিয়া জান্নাতি জারিন মাইশা, ১ম শেণি, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নাহিয়ান নাওয়ার, ৩য় শ্রেণি, ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ, এবং রেহেনুমা বিনতে হাসান জারাম কেজি, দীন কেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল। খ বিভাগে আফিফা আরিফ, ষষ্ঠ শ্রেণি, হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সাদমান বিন আলম ৪র্থ শ্রেণি, গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ এবং গুলসিতাইন নায়লা, ষষ্ঠ শ্রেণি, মুহসেন্দী উচ্চ বালিকা বিদ্যালয়। গ বিভাগে আমেনা আক্তার অনি, ১০ম শ্রেণি, বছিলা উচ্চ বিদ্যালয়, সুমাইয়া আক্তার, ৭ম শ্রেণি, মনিপুর উচ্চ বিদ্যালয়, শেখ আন্নিছা মাননিকা, ৭ম শ্রেণি, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
তিনটি বিভাগে সেরাদের সেরা পুরস্কার অর্জন করে তানভীর আহমেদ, ৭ম শ্রেণি, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
হাতেখড়ি’র বর্ষ সেরা প্রতিনিধি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ঠাকুরগাও প্রতিনিধি আমিনুর রহমান হৃদয়, নারায়নগঞ্জ প্রতিনিধি অরন্য সৌরভ, আমতলী প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, ফিচার লেখক মো. ফয়সাল আলম রিয়াদ ও সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামকে।
অতিথিদের বক্তব্য প্রদান ও পুরস্কার বিতরনের পরে শুরু হয় শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে কেন্দ্রবিন্দু খেলাঘর আসর, ছায়াতরু ও স্বরকল্প আবৃত্তি সংগঠনের শিশু শিল্পীরা অংশগ্রহণ করে।
হাতেখড়ি’র সম্পাদক ও প্রকাশ তাহাজুল ইসলাম ফয়সাল বলেন, এটি শুধু মাত্র প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য আয়োজন করা হয়নি। আমরা চেয়েছি শিশু তার কথাগুলো নিজেই মন খুলে বলুক। সমাজের সুবিধাভোগী ও সুবিধা বঞ্চিত শিশুরা একত্রিত হোক। তাদের লেখালেখিতে উৎসাহদান ও প্রশিক্ষণ, সবকিছুই হাতেখড়ি ধারাবাহিকভাবে করবে। এক্ষেত্রে সকল শ্রেণি-পেশার সবার সহযোগিতা কাম্য।
উল্লেখ্য, হাতেখড়ি ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শিশু-কিশোরদের জাতীয় পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। শুরু থেকেই গ্রামগঞ্জে শিশুদের লেখালেখিতে আগ্রহী করে তুলতে কাজ করছে হাতেখড়ি। দেশের প্রতিটি জেলাতেই রয়েছে একঝাক শিশু ও কিশোর ক্ষুদে লিখিয়ে, যারা নিজেরাই নিজেদের সুবিধা-অসুবিধা, চাওয়া-পাওয়া, অনুষ্ঠান ও অধিকারের কথা তুলে ধরে হাতেখড়ি’র মাধ্যমে। ‘বুদ্ধিদীপ্ত প্রজন্ম গড়তে চাই আনন্দময় শৈশব’ শ্লোগানে দেশের বিভিন্ন জেলায় হাতেখড়ি আয়োজন করে ফিচার লিখন কর্মশালা, পরিচয়যাত্রা, শিশু-কিশোর প্রতিযোগিতা, খেলাধুল ও স্কুল আইডল ইত্যাদি।