শিশুর মনন তৈরি করবে যে ৫ বই

শিশুর মনন তৈরি করবে যে ৫ বই

  • ফিচার ডেস্ক

এ বছরের ২৩ এপ্রিল ছিল বিশ্ব বই দিবস। ১৯৯৫ সালে প্রথমবার ইউনেস্কো শুরু করে এই বিশেষ দিনের উদযাপন। আপনার বাড়ির শিশুটির মনেও যদি একই সঙ্গে পরিবেশ এবং বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করা যায় তাহলে কতোই না ভালো হয়। তাকে যদি দেওয়া যায় এক নতুন দুনিয়ার সন্ধান! মন্দ হবে না নিশ্চয়। এই লেখায় থাকছে  তেমনই কিছু বইয়ের সন্ধান, যা ছোট্ট মনে জাগিয়ে তুলবে পরিবেশের প্রতি ভালোবাসা এবং বইয়ের সঙ্গে সখ্য।


১. ওভার অ্যান্ড আন্ডার দ্য পন্ড

লেখক কেট মেসনার এবং ইলাস্ট্রেটর ক্রিস্টোফার সাইলাস নিলের এই বইটি ছোট মনের সঙ্গে অনায়াসে পরিচয় করিয়ে দেবে চারপাশের প্রকৃতির। পাঁচ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্যে আদর্শ।

২. ক্রিকফাইন্ডিং : আ ট্রু স্টোরি

এক সত্যি ঘটনা… মাইকেল অস্টারহম-এর লেখা এই বইয়ে প্রকৃতির গন্ধ যেন জড়িয়ে আছে। সেই সঙ্গে ক্লডিয়া ম্যাকগেহি-র আঁকা ছবি যেন চোখের সামনে তুলে ধরে এক অন্য দুনিয়াকে। পাঁচ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্যে আদর্শ।

৩. টাচ দ্য আর্থ

জুলিয়ান লেনন-এর লেখা বাচ্চাদের জন্যে প্রথম বই। বইটির শুরুতেই লেখকের আবেদন… আমাদের পৃথিবীর আপনার সাহায্য প্রয়োজন… ৩ থেকে ৬ বছরের বাচ্চাদের পড়ার জন্যে আদর্শ।ছোট থেকেই তো তৈরি করতে হবে পরিবেশের প্রতি ভালোবাসা।

৪. দ্য ফগ

পাখি যাদের খুব প্রিয় তাদের এই বই পড়তে আরও ভালোলাগবে। ৪ থেকে ৮ বছর বয়সীরা এই বই বেশি উপভোগ করবে।

৫. আই অ্যাম জেন গুডঅল (অর্ডিনারি পিপল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড)

অর্ডিনারি পিপল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সিরিজের নতুন সদস্য এই বইটি। ব্র্যাড মেল্টজারের লেখা এবং ক্রিস্টোফার এলিওপোলাসের আঁকা ছবির সাহায্য বাচ্চাদের সামন খুলে যায় এক নতুন বিশ্বের দরজা। ৫ থেকে ৮ বছর বয়সীদের জন্যে আদর্শ।

সূত্র : ইন্ডিয়া টাইমস

Sharing is caring!

Leave a Comment