ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তা সবুর খান
- নিউজ ডেস্ক
ফিলিপাইনের প্যানফ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি প্রায় ৩ হাজার স্নাতক শিক্ষার্থীর সামনে অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্যানফ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. রোহন্ডা টি. পাডিল্লা সবুর খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মিসেস শাহানা খান তাঁর সঙ্গে ছিলেন। এরপর রোহন্ডা টি. পাডিল্লার সঙ্গে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন সবুর খান।
এর আগে সবুর খানের সম্মানে ফিলিপাইনের বিভিন্ন সড়কে ও গুরুত্বপূর্ন স্থাপনায় শুভেচ্ছা বিলবোর্ড প্রতিস্থাপন করা হয়।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ফিলিপাইনের প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং উচ্চ শিক্ষা বিনিময়ে এক সাথে কাজ করে আসছে।