তনু হত্যা : সারাদেশে প্রতিবাদ অব্যাহত
- রাসেল মাহমুদ, কুমিল্লা ও ফয়সাল আলম রিয়াদ, ঢাকা, তৌহিদুর রহমান, যশোর
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বলে আয়োজক সূত্রে জানা যায়।
মানববন্ধনে আরও অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী প্রমূখ। বক্তারা অবিলম্বে তনুর হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উত্তরায় শিক্ষার্থীদের মানববন্ধন
সোহাগী জাহান তনুকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ (৩০ মার্চ) দুপুর ১২ টার দিকে স্কুল ছুটির পর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতায় এই মানববন্ধনে অংশ নেয়।
শিক্ষার্থী নিশাত তাসমিমা বলেন ‘একজন তনু প্রতিনিধিত্ব করে হাজারো তনুর।আমরা তনু হত্যার বিচার চাইতে এসেছি।’
যশোরে মানববন্ধন
তনু হত্যার বিচারের দাবিতে যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ (৩০ মার্চ) দুপুরে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে তনু হত্যার সুষ্ঠু বিচার দাবী করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ‘এই জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এমন নির্মম হত্যার শিকার আর কাউকে যেন না হতে হয় সেই আহ্বানও জানান শিক্ষার্থীরা।