চৈতালি উৎসবে মুখর ঢাবি
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলা সংস্কৃতি চর্চা এবং আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চৈতালি উৎসব’। ‘উৎসবে সাজাই প্রাচ্যের অক্সফোর্ড’ শিরোনামে আজ (৭ এপ্রিল) এই উৎসবটি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে।
এশিয়ান পেইন্টসের সহযোগিতায় চৈতালি উৎসবের পুরো আয়োজনটি তত্ত্বাবধায়নে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ‘রিক্রেয়শন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ কোর্সের শিক্ষার্থীরা। সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত দিনব্যাপী এই উৎসবে সরগরম ছিল ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণ।
আয়োজকরা মূলত বাংলা সন এর শেষ মাসটিকে আনন্দের সাথে বিদায় এবং নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্যেই এমন একটি উৎসব করার পরিকল্পনা করেন। শুধু উৎসব নয় এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের এবং ঢাকাবাসীদেরকে গ্রাম বাংলার চির-ঐতিহ্যবাহী বিভিন্ন দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেন তারা।
পুতুল নাচ, বায়োস্কোপ, দেশীয় খেলা, দেশী খাবার-পিঠাপুলির আয়োজনও ছিল উৎসবে। দেশীয় ঐতিহ্য লালন করে এমন পণ্যের স্টলে প্রদর্শনী করা হয়েছে নানা রকম পণ্য। এছাড়া সকলের জন্য উনমুক্ত এই উৎসবে ছিলো বিশেষ সেলফি জোন।