ইবিতে আইনগত সহায়তা দিবস উদযাপন
- শাহজাহান নবীন, কুষ্টিয়া
বর্ণাঢ্য র্যলি, আলোচনাসভা, কুইজ প্রতিযোগীতাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় আইনগত সহায়তা দিবস (লিগ্যাল এইড ডে) উদযাপতি হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ (২৮ এপ্রিল) বেলা ১১টায় আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের আয়োজনে ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের নেতৃত্বে মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভাগের প্রায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. আক্রাম হোসাইন মজুমদার, অধ্যাপক ড. জহুরুল ইসলাম, অধ্যাপক ড. হালিমা খাতুন, সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু, রেহেনা পারভীন, সহকারী অধ্যাপক আরমিন খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা শেষে আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের তত্ত্বাবধানে আইনগত সহায়তা বিষয়ক উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এছাড়া বিকাল চারটায় প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কৃত করার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী শেষ হয়।
দিবস উপলক্ষ্যে কর্মসূচীর আয়োজক সহকারী অধ্যাপক ড. আরমিন খাতুন বলেন-‘দেশের অনুন্নত, অসহায়, গরিব ও আর্থিক অস্বচ্ছল জনগনের আইনী সেবা নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিটি জেলা পর্যায়ে সরকারী আইনজীবী রয়েছে। তবে সরকারের পাশাপাশি আইনের শিক্ষক বা শিক্ষার্থী হিসেবে অস্বচ্ছল জনগনকে আইনী সহায়তা দেয়া আমাদের কর্তব্য। আর বিষয়ে সকলকে সচেতন করতেই বিশ্ববিদ্যালয়ে প্রথম আমাদের এই আয়োজন।