শুক্রবার ইবি শিক্ষকদের স্বজন সমাবেশ
- শাহজাহান নবীন, কুষ্টিয়া
আগামী শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের স্বজন সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সকল শিক্ষক স্ব-পরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো আয়োজিত এ স্বজন সমাবেশকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষকদের মাঝে আনন্দ ও উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।
শিক্ষক সমিতির অফিস সূত্রে জানা গেছে, শিক্ষকদের প্রাতিষ্ঠানিক সম্পর্ককের সাথে পারিবারিক সম্পর্কের হৃদ্যতা বাড়াতে ও সকলের সাথে মেলবন্ধন তৈরি করতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকারী সাবেক উপাচার্য, অবসর প্রাপ্ত ও ইবি থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দায়িত্বরত শিক্ষকমন্ডলীরা উপস্থিত থাকবেন। শিক্ষক সমিতির এ যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বমহলের শিক্ষকরা।
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ড. খোন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে টিএসসিসি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকী, ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম ফারুক, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন ও আল-হাদীস বিভাগের প্রফেসর ড. আ খ ম ওয়ালীউল্লাহ।
প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. মো. মুজাহিদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আল-হাদীস বিভাগের শিক্ষক প্রফেসর ড. আ হ ম নুরুল ইসলাম, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. সেকান্দার আলী ও প্রফেসর ড. জাকির হুসাইন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মরহুম ড. খোন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীরের একমাত্র পুত্র ওসামা জাহাঙ্গীর।