শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
- শাহজাহান নবীন, কুষ্টিয়া
নারায়ণগঞ্জে সাংসদ কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া একই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম। সংগঠনের পক্ষ থেকে আজ (১৯ মে) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলীউল্ল্যাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। সেই সাথে দেশের সকল শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান শিক্ষকরা।
এছাড়া অন্য একটি বিবৃতিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।