হঠাৎ ইবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার
- শাহজাহান নবীন, কুষ্টিয়া
রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় আকস্মিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাব ও পুলিশ দিয়ে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ (২৫ মে) সকাল থেকে হঠাৎ করেই ক্যাম্পাসে পুলিশ ও র্যাবের টহল ও নিষেধাজ্ঞা আরোপে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, ভিসি ও বর্তমান প্রশাসনকে বেকায়দায় ফেলতে ক্যাম্পাস অস্থিতিশীল করা হতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে। সম্পূর্ণ স্বাভাবিক ও ক্লাস-পরীক্ষায় ব্যস্ত ক্যাম্পাসে কোন ধরনের অস্থিতিশীল কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা নিয়ে আসতে উপাচার্য মহোদয় সম্প্রতি বেশ কিছু ঝটিকা অভিযান পরিচালনা করেছেন। কর্মকর্তা-কর্মচারীদের অফিস পরিদর্শন, অফিসিয়াল কোড না মানায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে বদলিও করা হয়েছে। এসব ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ক্ষিপ্ত একটি গ্রুপ বারবার ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে।
প্রক্টর আরও বলেন, ‘ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে। পরিচয় পত্র ছাড়া ক্যাম্পাস অভ্যন্তরে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।