তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ এক্সপো

তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ এক্সপো

  • উদ্যোক্তা ডেস্কঃ 

দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় চিন্তা, ধারণা ও পণ্য প্রদর্শনের সুযোগ দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ এক্সপো ২০১৬’।

গতকাল রাজধানীর ড্যাফোডিল টাওয়ার (ডিটি)-০৫ ক্যাম্পসে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের উদ্যোগে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (আইআইসি) ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) সহায়তায় প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘স্টার্টআপ এক্সপো ২০১৬’-এর মিডিয়া পার্টনার ছিল বণিক বার্তা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান প্রধান অতিথি হিসেবে ‘স্টার্টআপ এক্সপো ২০১৬’-এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি প্রদর্শনীতে অংশ নেয়া উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আইআইসির পরিচালক মো. আবু তাহের, সিডিসির পরিচালক সৈয়দ মারুফ রেজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ব্যবস্থাপনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মোট ২০টি র্স্টাট আপ এক্সপোয় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সৈয়দ মারুফ রেজা এক্সপোয় নেতৃত্ব দেন।

সৈয়দ মারুফ রেজা বলেন, স্টার্টআপ এক্সপো ২০১৬ হলো তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় চিন্তা, ধারণা ও পণ্য প্রদর্শন করার একটি অন্যতম প্লাটফর্ম। এ আয়োজনের উদ্দেশ্য হলো— নতুন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি ও বিনিয়োগকারী ও গ্রাহকদের মধ্যে একটি জোরালো নেটওয়ার্ক তৈরি করিয়ে দেয়া। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবতার নিরিখে ব্যবসায়িক জ্ঞানার্জন করতে সক্ষম হবে।

সূত্রঃ বণিক বার্তা

favicon59

Sharing is caring!

Leave a Comment