মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা বিনিময় চুক্তি
- নিউজ ডেস্ক
মালয়েশিয়ার ইসলামিক সায়েন্স ইন্সটিটিউটের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ইউনিভার্সিটি সাইনস ইসলাম মালয়েশিয়ার অধীন এ ইন্সটিটিউটে বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রিত অধ্যাপক হিসেবে গত ১৮ জুলাই ঢাকা ত্যাগ করেছেন তিনি। সেখানে অধ্যাপক ইউসুফ এম ইসলাম ২৯ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষা বিষয়ক কোর্স কারিকুলাম সম্পর্কে পরামর্শ দেবেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২০ জুলাই) এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ইউনিভার্সিটি সাইনস ইসলাম মালয়েশিয়া ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করবেন অধ্যাপক ইউসুফ এম ইসলাম। এ চুক্তির ফলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অনুষদভূক্ত শিক্ষকরা ইউনিভার্সিটি সাইনস ইসলাম মালয়েশিয়ায় পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে পারবেন।