ইবিতে ভিসি নিয়োগের দাবি
- ক্যাম্পাস ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অহেতুক হয়রানি না করারও আহ্বান জানানো হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। জানা গেছে, প্রায় ২০ দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি পদটি শূণ্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে অব্যহতি দেয়ায় এ পদটির শূণ্যতা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আলী উল্যাহ। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি পদটি শূণ্য থাকায় অবিভাবকহীন রয়েছে ক্যাম্পাস। ফলে আমরা অনাকাংক্ষিত ঘটনার সম্মুখীন হওয়ার আশংকা করছি।
এমতাবস্থায় দ্রুত ভিসি নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শহীদ মুহাম্মদ রেজওয়ান, যুগ্ম সম্পাদক ড. মো. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যাক্ষ ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ড. আবুল বারাকাত মো. ফারুক, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. নুরুন নাহার প্রমূখ।