শিক্ষার্থীদের কাছ থেকে ধারনাপত্র আহ্বান
- ক্যাম্পাস ডেস্ক
টেলিযোগাযোগ পণ্য প্রস্তুতকারক হুয়াওয়ের প্রতিভা উন্নয়ন কর্মসূচি ‘সিডস ফর দ্য ফিউচার’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশে ধারণাপত্র জমা নেওয়া শুরু হয়েছে। গত সোমবার রাতে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এই আয়োজনের মূলকথা ‘তথ্যপ্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশিদের দৈনন্দিন জীবনকে উন্নত করা’। কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের ১০ জন শিক্ষার্থী চীনে ১২ দিনের শিক্ষাসফরে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দিতে পারে এমন শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যে হুয়াওয়ের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানাই।’ এ সময় তিনি হুয়াওয়ে বাংলাদেশকে উদ্ভাবনী প্রতিযোগিতা বাংলাদেশ কানেকটিং স্টার্টআপে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, চীন সরকার বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে এ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। সম্মেলনে আরও বক্তৃতা করেন হুয়াওয়ে টেকনোলজিসের দক্ষিণ–পূর্ব এশিয়ার পিএসিডি পরিচালক ডেভিড লিউ, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—এই ছয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি থেকে দুই সদস্যের দুটি করে দল অংশ নিতে পারবে প্রাথমিক ধারণা উপস্থাপনের জন্য। যাচাই–বাছাই শেষে ১২টি দল থেকে ৫টি দল নির্বাচন করা হবে শিক্ষাসফরের জন্য।
নির্বাচিত শিক্ষার্থীদের শুরুতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর হুয়াওয়ে তাঁদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে। এ সময় চীনের শেনঝেনে অবস্থিত প্রতিষ্ঠানটির মূল কার্যালয়, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং কারখানা ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে। বিস্তারিত: www.huawei.com/bd।