ঢাবি ‘খ’ ইউনিট : শেষ সময়ের পরামর্শ
- ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিলেন অর্পিতা হক মুন। তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এ বছর ঢাবি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশে ‘শেষ মুহূর্তের পরামর্শ’ দিয়েছেন অর্পিতা হক।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ ইউনিটে’র ভর্তি পরীক্ষা হবে ২৩ সেপ্টেম্বর। হাতে সময় আছে মাত্র সপ্তাহ খানেক। এই সময় নতুন করে আর কিছু পড়ার দরতার নেই। পুরনো পড়াগুলোয় চোখ বোলানোই হবে তোমার ‘শেষ মুহূর্তের প্রস্তুতি’।
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর। আমার নিজের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি বাংলার জন্য মূল পাঠ্যবই আর নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়েছিলাম। উচ্চমাধ্যমিক বাংলা পাঠ্যবইয়ের গদ্য-পদ্য খুব গুরুত্ব দিয়ে পড়েছিলাম। ইংরেজির জন্য গ্রামারের ওপর বেশি জোর দিয়েছিলাম। পাশাপাশি পড়েছি মূল পাঠ্যবই। আর সাধারণ জ্ঞানের জন্য প্রতিদিন টেলিভিশনের সংবাদ দেখতাম আর গুরুত্বপূর্ণ সংবাদ ডায়েরিতে টুকে রাখতাম।
একটা জরুরি কথা, কোনোভাবেই ভুল উত্তর করা যাবে না। কারণ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩ নম্বর কাটা যায়। তাই, না জেনে কেউ আন্দাজে উত্তর দিয়ো না। এতে লাভের চেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ভর্তি পরীক্ষার এক ঘণ্টা তোমার পরবর্তী শিক্ষাজীবন কেমন হবে তা নির্ভর করে। পরীক্ষার আগের দিন, নিজে, বন্ধু বা আত্মীয়-স্বজনের মাধ্যমে ‘কোথায় সিট পড়েছে’ তা জেনে আসা ভালো। এতে পরীক্ষা দিনে দুশ্চিন্তা কম হয়।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আমি এক কথায় বলব, নিজের প্রতি আস্থা রাখো। আত্মবিশ্বাসই তোমাকে অনেক এগিয়ে দেবে।