ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ২ দশমিক ৪৭ শতাংশ
- ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার দুপুরে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪৭ শতাংশ পাস করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।পরীক্ষার ফলে দেখা যায়, ‘চ’ ইউনিটে অকৃতকার্যে হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। আর কৃতকার্যর হার ২ দশমিক ৪৭ শতাংশ। ১৩৫ আসনের বিপরীতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৪২১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮ হাজার ২১৩ জনই অকৃতকার্য হন। আর কৃতকার্যের সংখ্যা মাত্র ২০৮ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU CHA ROLL NO টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। যে শিক্ষার্থীরা পাস করেছেন তাদের আগামী ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।
এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। আগামী ৮ নভেম্বর ওয়েবসাইটে প্রাপ্ত বিভাগ তালিকা প্রকাশ করা হবে।