এনএসইউ সোশিও ক্যাম্পের নিবন্ধন শুরু
- ক্যাম্পাস ডেস্ক
নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে সামাজিক সচেতনতা বৃদ্ধির সবচেয়ে বড় ইভেন্ট সোশিও ক্যাম্প সেভেনের নিবন্ধন ২৩ অক্টোবর রোববার শুরু হয়েছে।
এনএসইউ ক্যাম্পাসে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত নির্ধারিত বুথে বিনামূল্যে নিবন্ধন করা যাবে। এছাড়া নিবন্ধনের ফরম বিতরণের জন্য সংগঠনটির পক্ষ থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সফর করা হবে।
অনলাইনে করা যাবে নিবন্ধন। এ জন্য ভিজিট করতে হবে সংগঠনটির ফেসবুক পেজ।
সোশিও ক্যাম্প নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত ও সংগঠিত, যা সমাজে ইতিবাচক পরিবর্তন তৈরির উদ্দেশ্যে গত ২০১০ সাল থেকে যাত্রা শুরু করে। গত বছর অনুষ্ঠিত সোশ্যিও ক্যাম্পে সারাদেশে থেকে ৪২৭টি দল অংশ নিয়েছিল।
এ ইভেন্ট দেশের সবচেয়ে বড় সামাজিক সচেতনতা তৈরির ইভেন্ট, যা একাধিক রাউন্ড এবং একটি গ্র্যান্ড ফিনালে নিয়ে গঠিত। এবারের সোশ্যিও ক্যাম্পে সহযোগী হিসেবে আছে সুজুকি ও স্টেপ। সংবাদ বিজ্ঞপ্তি।