সুন্দরবন নিয়ে ঢাবিতে ‘প্রতীকী গণভোট’
- ক্যাম্পাস ডেস্ক
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সুন্দরবন রক্ষার চলমান আন্দোলনকে আরো বেগবান করতে প্রতীকি গণভোটের আয়োজন করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ৩০ অক্টোবর (রোববার) থেকে ঢাবির প্রতিটি ক্লাসরুমে শিক্ষার্থীদের কাছ থেকে ভোট সংগ্রহ করবে সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী।
তিনি বলেন, সরকার সুন্দরবনকে কেন্দ্র করে এত বড় (রামপাল বিদ্যুৎ কেন্দ্র) একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে অথচ এ ব্যাপারে বিজ্ঞানী-গবেষক-বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা করছে না। এই গণভোটের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীসহ প্রত্যেকের কাছে যাব। তাদের ভোট ব্যালটের মাধ্যমে সংগ্রহ করবো। ভোট গণনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে জনগণের রায় কি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ অক্টোবর থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা ক্লাসরুমে ও হলে গিয়ে এ ভোট সংগ্রহ করবে। ভোটগ্রহণ শেষে আগামী ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে ঢাবির অপরাজেয় বাংলায় ছাত্র সমাবেশে রায় ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার ও সহ-সভাপতি সুস্মিতা রায় সুপ্তি উপস্থিত ছিলেন।