ঢাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা
- ক্যাম্পাস ডেস্ক
প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য জনগণকে সচেতন করার কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ আসবে। দুর্যোগের পর অভিযোজন এবং স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন খুবই জরুরি। এই দুর্যোগে ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জন-সাধারণকে সচেতন করতে হবে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইনহ্যানসিং ক্লাইমেট র্যাজিলেন্স প্রাকটিস অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ক দু’দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. আতিক রহমান প্রমুখ।
উল্লেখ্য, এই কর্মশালায় চলমান ও সমাপ্ত জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত প্রকল্পসমূহের লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা উপস্থাপন করা হবে। এছাড়া, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ পরবর্তী স্বাভাবিকতা কীভাবে বাস্তবসম্মতভাবে করা যায় এ বিষয়ে প্রস্তাবনা গ্রহণ করা হবে।