‘কৃষিভিত্তিক শিল্পকে এগিয়ে নিতে হবে’
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পকে এগিয়ে নিতে হলে সরকারি বেসরকারি উদ্যোগের সেতুবন্ধন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘বাংলাদেশ কৃষিভিত্তিক শিল্প গবেষণা ও উন্নয়ন : সরকারি বেসরকারি উদ্যোগের সেতুবন্ধন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। আজ সোমবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির ব্যাঙ্কুয়েট হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।
অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘অস্বীকার করার উপায় নেই, আমাদের অর্থনীতি এখনো অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষিকে যুগপোযোগী ও আধুনিক করা ছাড়া কোনো বিকল্প নেই। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেমন গবেষণা বাড়াতে হবে তেমনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা যখন এগিয়ে আসবেন তখনই কৃষির সঙ্গে শিল্পের সংযোগ স্থাপিত হবে।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আকবর। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক ভূমিকা রয়েছে। আমাদের ঐতিহ্যবাহী কৃষি ব্যবস্থাপনাকে কীভাবে প্রযুক্তিবান্ধব করা যায় সেসব নিয়ে গবেষণা করেছে কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে আমাদের কৃষি ব্যবস্থাপনা আধুনিক হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে। আমি মনে করি অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও উচিত কৃষি বিষয়ে গবেষণায় আরও বেশি জোর দেওয়া।’
অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা বলেন, ‘বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনাকে বদলে দিতে হলে বিশ্ববিদ্যালয়ের গবেষক, বিজ্ঞানী ও ব্যবসায়ীকে একসাথে কাজ করতে হবে। অর্থাৎ কৃষি প্রযুক্তি উদ্ভাবন করবেন বিজ্ঞানী ও গবেষকরা আর তা মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌছে দেবেন ব্যবসায়ীরা। এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে। আজ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় যে কর্মশালার আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কারণ এসব কর্মশালার মাধ্যমেই উঠে আসবে কৃষি ক্ষেত্রের সমস্যাগুলো।’
সবশেষে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইউসুফ এম ইসলাম বলেন, ‘আমাদের দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশিরভাগ পড়াশোনা তত্ত্বভিত্তিক। এখানে ব্যবহারিক ক্লাসের সুযোগ পর্যাপ্ত পরিমাণে থাকে না। এই সমস্যা সমাধানে আমাদের শিল্পপ্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তবে শিক্ষার্থীরা খুব সহজেই তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে পারবে।’
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইনোভেশন হাব অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক গোলাম মনওয়ার কামাল, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারী প্রমুখ।